টিকটক ভিডিও তৈরী ও দেখা কতটুকু লাভ এবং ক্ষতির সম্মুখীন করতে পারে।

টিকটক ভিডিও তৈরী ও দেখা কতটুকু লাভ এবং ক্ষতির সম্মুখীন করতে পারে।

টিকটক ভিডিও তৈরী ও দেখা কতটুকু লাভ এবং ক্ষতির সম্মুখীন করতে পারে

টিকটক এমন একটি অ্যাপ যেটা আপনার সময়টাকে বিনোদন দিয়ে ভরিয়ে দিবে। টিকটক অ্যাপ দিয়ে আপনি বিভিন্ন রকমের বিনোদনমূলক ছোট ছোট শর্ট ভিডিও পেয়ে যাবেন। টিকটক অ্যাপ এর মধ্যে আপনি ১ মিনিটের বেশি কোনো ভিডিও পাবেন না। টিকটক অ্যাপ এমন নিয়ন্ত্রণ করা হয় যে আপনি ৩০ থেকে ৬০ সেকেন্ডের ভিডিওর মাধ্যমে আপনাকে বিনোদন দিয়ে যাবে। 

টিকটক অ্যাপ এর মধ্যে যতগুলো ছোট ছোট ভিডিও দেখবেন এগুলো কিন্তু টিকটক অ্যাপ তৈরী করেনি। আপনার আমার মতো মানুষেরাই এই ছোট ছোট ভিডিও তৈরী করে টিকটক অ্যাপ এর মধ্যে আপলোড করেছে। 

আমি কি টিকটক ভিডিও তৈরী করতে পারবো 

বন্ধুরা আপনারা খুব সহজে টিকটক ভিডিও তৈরী করতে পারবেন। আপনি টিকটক অ্যাপ এর মধ্যে থেকে ভিডিও বানাতে পারবেন অথবা আপনি নিজে ভিডিও তৈরী করে টিকটক অ্যাপ এর মধ্যে আপলোড করতে পারবেন। কিন্তু অবশ্যই ভিডিও ১ মিনিটের কম হতে হবে। টিকটক অ্যাপ এর মধ্যে খুব সহজেই একটি একাউন্ট তৈরী করুন এবং নিয়মিত ভিডিও আপলোড করুন। এর ফলে টিকটক অ্যাপ নিজে থেকেই আপনাকে ভাইরাল করে দিবে ও মানুষের কাছে আপনার ভিডিও তুলে ধরবে। সত্যি কথা বলতে আমি যতটুকু গবেষণা করেছি টিকটক অ্যাপ সবসময় পাগলামি কন্টেন্ট বেশি প্রমোট করে থাকে। 

টিকটক ভিডিও তৈরী করলে কোনো ইনকাম হয় 

দেখুন টিকটক ভিডিও তৈরী করে আপনি খুব ভাইরাল হতে পারবেন কিন্তু এর জন্য টিকটক আপনাকে কোনো টাকা দিবে না। টিকটক আপনার পরিচিতি বাড়াবে ও আপনার কন্টেন্ট প্রমোট করে অনেক মানুষের কাছে তুলে ধরবে। এর ফলে আপনি মিলিয়ন ফলোয়ার পাবেন ও লাইক পাবেন। শুধুমাত্র কিছু কিছু উপায়ে আপনি টিকটক অ্যাপ ব্যবহার করে ইনকাম করতে পারবেন। টিকটক অ্যাপ এর মধ্যে আপনি নিজের পরিচিতি ও ফলোয়ার দেড় কাজে লাগিয়ে বিভিন্ন পণ্য, পেজ ও ওয়েবসাইট ইত্যাদি বিভিন্ন কিছু প্রমোশন করে ইনকাম করতে পারবেন। ধরুন আপনার কাছে কেউ আসলো তার পণ্য প্রমোট করতে তখন আপনি তাকে তার পণ্য প্রমোট করিয়ে দেয়ার জন্য একটি মূল্য চার্জ করলেন সেটাই আপনার ইনকাম। এছাড়াও আপনি চাইলে টিকটক অ্যাপ এর মধ্যে নিজের পরিচিতি বাড়িয়ে ব্যবসা শুরু করতে পারেন ও টিকটক অ্যাপ এর মধ্যে নিজের পরিচিতি কাজে লাগিয়ে নিজস্ব পণ্য প্রমোট করতে পারেন। 

টিকটক অ্যাপ এর ফলে লাভ ও ক্ষতি 

টিকটক অ্যাপ এর লাভ ও ক্ষতি দুটোই রয়েছে। টিকটক অ্যাপ এর মাধ্যমে নিজেকে ভাইরাল করে একটি পরিচিতি পাওয়া এটা ভালো। কিন্তু কতটুকু ভালো এটি নির্ভর করে আপনার তৈরী করা ভিডিওগুলো কি শিক্ষণীয় কিনা। নিজস্ব অভিজ্ঞতায় বলছি টিকটক অ্যাপ এর মধ্যে যে ভিডিও গুলো দেখানো হয় তার মধ্যে খুব কমই ভিডিও রয়েছে যেগুলো শিক্ষণীয়। এছাড়া এডান্ট কন্টেন্ট ও অখাদ্য ভিডিও দিয়ে ভরপুর। টিকটক অ্যাপ এর মধ্যে ছোট ছোট বাচ্চারা ও কিশোর কিশোরীরা বেশি আসক্ত। আমি মনে করি টিকটক অ্যাপ মানুষদের লাভের চাইতে ক্ষতিটাই বেশি করছে। টিকটক অ্যাপ এমন একটি আসক্তি যার ফলে কিশোর কিশোরীদের পড়াশোনা ক্ষতি ও সময় নষ্ট বেশি করে থাকে। কেউ কেউ টিকটক অ্যাপ এর মধ্যে ভিডিও বানিয়ে থাকে আবার বসে বসে টিকটক ভিডিও দেখে নিজেদের মূলবান সময়গুলোকে ব্যয় করে থাকে। টিকটক অ্যাপ এর মধ্যে এডাল্ট কন্টেন গুলো কিশোর কিশোরীদের বেশি ক্ষতি করছে। টিকটক অ্যাপ এর মধ্যে আসক্তি আপনার ভালো চিন্তা ভাবনাকে ধ্বংস করে দিবে। 

বর্তমান সময়ে মানুষ ভালো জিনিসের চাইতে খারাপ জিনিসটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। যেকোনো জিনিস ব্যবহার করার জন্য সময়ের একটি নিয়ম কানুন প্রয়োজন। ১৮ বছর বয়েসের আগেই যাদের হাতে এন্ড্রয়েড ফোন রয়েছে তারাই সবচেয়ে বেশি টিকটক অ্যাপ ধারা নিজেদের বেশি ক্ষতি করছে। এন্ড্রয়েড ফোন ব্যবহার করার ক্ষেত্রে মা বাবা দুইজনকেই বেশি সতর্ক হওয়া উচিত। আমি বলবোনা যে কেউ টিকটক অ্যাপ ব্যবহার করবেন না। কিন্তু যেকোনো জিনিস ব্যবহার করার আগে সেই জিনিস সম্পর্কে যাচাই করুন ও ভালো মন্দ সম্পর্কে জানুন বুঝুন তারপর ব্যবহার করুন। 

মন্তব্যসমূহ