প্রেম কি ও কখন প্রেম করবো

প্রেম কি ও কখন প্রেম করবো

প্রেম কি ও কখন প্রেম করবো

ছেলে ও মেয়ে উভয়ের ভালো লাগার মধ্যে থেকে যে সম্পর্ক তৈরী হয় তাকে প্রেম বলা যায়। প্রেম একটি পবিত্র অনুভূতি। ছেলে ও মেয়ে উভয়ের মধ্যে থেকেই এই প্রেমের সৃষ্টি। ছেলে ও মেয়ে উভয়ের পছন্দ থেকে একসাথে পথ চলা ও জীবনটা একসাথে কাটিয়ে দেয়ার প্রতিজ্ঞার মধ্যে থেকে ভালোবাসা ও প্রেম সৃষ্টি হয়। 

ধরুন আপনি কাউকে পছন্দ করেন। আপনি চান যে তাকে নিজের মনের অনুভতি প্রকাশ করতে। তার সাথে সম্পর্ক তৈরী করতে। তার সাথে আপনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চান। জীবনের সকল দুঃখ ও সুখ একে ওপরের সাথে ভাগাভাগি করতে চান। কিন্তু আপনি পছন্দ করলেই কিন্তু প্রেম হবে না। আপনি যাকে পছন্দ করেছেন তাকে আপনার পছন্দের বিষয় জানাতে হবে। মনের অনুভূতি প্রকাশ করতে হবে। তারপর যদি আপনার পছন্দের মানুষ আপনাকে পছন্দ করে তবেই শুরু হবে প্রেম ও ভালোবাসা। তখন দুইজন বুঝতে পারবেন জীবনের একটি নতুন অধ্যায় শুরু করে ফেলেছেন। যার মধ্যে ভালোলাগা, ভালোবাসা ও প্রেম সবকিছু সীমাবদ্ধ। মানুষ প্রেমে পড়লে সবকিছু করতে পারে। পছন্দের মানুষের মন জয় করার জন্য সকল কিছু করার জন্য প্রস্তুত থাকে। বলতে পারেন প্রেম মানুষকে অন্ধ করে দেয়। প্রেমের মধ্যে ব্রেন নয় আবেগটাই বেশি কাজ করে। 

প্রেম কিন্তু সবার জীবনে সুখ নিয়ে আসে না। আপনি কাউকে পছন্দ করেন এবং আপনি চান তার কাছে গিয়ে নিজের মনের অনুভূতি প্রকাশ করে তার সাথে প্রেম করতে ও ভালোবাসতে। কিন্তু সে যদি আপনার প্রেমের প্রস্তাব প্রত্যাখান করে দেয় তখন কি হয়। কারো প্রেমের প্রস্তাব যদি প্রত্যাখান হয় তাহলে অনেক ছেলে মেয়েরাই মনের কষ্টে সুইসাইড করে অথবা নেশাজাতদ্রব্য সেবন করে নিজেকে খারাপের দিকে নিয়ে যায়। প্রেমের মধ্যে ব্যর্থ হয়ে খুব কম ছেলে মেয়ে রয়েছে যারা নিজেকে ঠিক রাখতে পারে। 

কেউ যদি প্রেমের প্রস্তাব দিয়ে পছন্দের মানুষকে পেয়েও যায় কিন্তু সেই প্রেম কেউ বেশিদিন ধরে রাখতে পারেনা। সম্পর্কে বিচ্ছেদ চলেই আসে। আপনি পছন্দের মানুষের সাথে বেশ কিছু সময় প্রেম করার পর যখন বিয়ের প্রশ্ন আসে তখন সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ আপনারা একে অপরকে পছন্দ করলেও, আপনাদের দুই পক্ষের পরিবার যে আপনাদের সম্পর্ক ও প্রেমটাকে খুব সহজে মেনে নিবে এটা আশা করা যায় না। প্রেম করে বিয়ে করতে গেলে পারিবারিক অনেক সমস্যা দুইজনকে গ্রাস করে। ছেলে ও মেয়ে উভয়ের মন মানসিকতা ভেঙে দেয়। অবশেষে ছেলে মেয়ে এক অপরকে পাওয়ার জন্য ঘর ছেড়ে পালিয়ে গিয়ে বিয়ে করে অথবা প্রেমে ব্যর্থ হয়ে একে অপরকে না পাওয়ার ফলে মৃত্যুর পথ বেছে নেয়। 

এছাড়াও প্রেম করে সম্পর্ক টিকিয়ে রাখাটা একটি চেলেঞ্জ। ছেলে ও মেয়ে উভয়ের মধ্যে কেউ যে  বিশ্বাসঘাতকতা করবে কিনা সেটার কোনো নিশ্চয়ইতা নেই। প্রেম করে বিয়ে করাটা সবচেয়ে কঠিন। মানুষ চায় পছন্দের মানুষের সাথে প্রেম করে বিয়ে করবে ও সম্পর্কে পূর্ণতা নিয়ে আসবে। কিন্তু প্রেম করে সবাই নিজেদের সম্পর্কটাকে পরিপূর্ণ পূর্ণতা দিতে পারে না। আবার গবেষণা দেখা গেছে যে প্রেম করে বিয়ে করার মধ্যে ডিভোর্সের সম্ভাবনা সবচেয়ে বেশি। 

কিন্তু বিয়ে করে প্রেম করাটা যেমন বুদ্ধিমানের তেমনি ডিভোর্সের সম্ভাবনা সবচেয়ে একেবারেই কম। কারণ পারিবারিক ভাবে বিয়ে করার পর আপনি আপনার সম্পর্কে একটি পূর্ণতা পেয়েছেন। এরপর আপনি প্রেম করুন একে ওপরের সাথে। সম্পর্ক সঙ্গে যাওয়ার কোনো ভয় নেই। নিজের মতো করে প্রেমও করবেন ও সংসারও করবেন। বিয়ে করে প্রেম করলে মানসিক চাপ ও কোনো চিন্তা নেই। পারিবারিক কোনো ঝামেলা নেই। নিজেদের মতো করে একে অপরকে সময় দিতে পারবেন ও নিজের মতো করে নিজেদের জীবনটাকে ঘুছিয়ে নিতে পারবেন। 

আমি আমার অভিজ্ঞতা ও চারপাশ পর্যবেক্ষেন করে আপনাদের সাথে এই কথা গুলো তুলে ধরলাম। কিভাবে নিজেদের জীবনটা পরিচালনা করবেন সেটা পুরোপুরি আপনাদের উপর। কিন্তু আমি বলবো বিয়ে করে প্রেম করাটাই উত্তম ও সুন্দর। কারণ বিয়ের আগে প্রেম করাটা আমাদের সময় কখন ভালো চোখে দেখে না। আবার আপনি যার সাথে প্রেম করছেন তাকে যে বিয়ে করে সম্পর্ক তৈরী করতে পারবেন এটার কোনো নিশ্চয়তাও নেই। তাই প্রেম করার ক্ষেত্রে আবেগটা দূরে সরিয়ে বাস্তবতা দিয়ে যাচাই করুন। 

মন্তব্যসমূহ